Wednesday, November 13, 2019

১২ নভেম্বর দিবাগত রাত ৩ টায় আনুমানিক শান্তির শহর শ্রীমঙ্গলের ভূনবীর ও ভীমশী, বাবুর বাজার এলাকায় ৭ টি মন্দির গোপনে হামলা করে মন্দিরের দেবতার মূর্তি ভাঙচুর করে এবং পূজার দ্রবাদি লুটপাট করে নিয়ে যায়।
আক্রান্ত জায়গা গুলো হচ্ছে ভূনবীর পাল পাড়া সার্বজনীন দুর্গাবাড়ি, হরগৌরি মন্দির ভীমশী, মহাদেব মন্দির ভীমশী, মদনমোহন জিউর আখড়া ভীমশী, দীনেশ লাল রায়ের বাড়ির মন্দির, উত্তম মিশ্রের বাড়ির মুর্তি ও তৃপ্তি আচার্য এর বাড়ির মহাদেব মুর্তি।
প্রশ্ন হচ্ছে কারা এই শান্তির শহরের শান্তি নষ্ট করতে চাইছে?
যারা বলছেন এটাকে চুরি তাদের কাছে একটাই প্রশ্ন চুরের উদ্দেশ্য কি চুরি করা নাকি প্রতিমা ভাংচুর ?
যদি চুরি করা হয় তাহলে কেন প্রতিমা ভাংচুর করবে ?
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের অবিলম্বে আইনের আওতায় আনার জোড় দাবী জানাই।


No comments:

Post a Comment