Friday, November 22, 2019

ওঁ ইন্দ্রং বর্ধম্তো অপ্তুরঃ কৃণ্বন্তো বিশ্বমার্যম।
অপঘ্নন্তো অরাবণঃ।। ঋগ্বেদ ৯/৬৩/৫
অনুবাদ: হে আর্য্যগণ ( মনুষ্যগণ) তোমরা ঈশ্বরের মহিমাকে বর্ধিত কর, স্বত্ত্বাপ্রহারী অনার্য্যগণকে সমুচিত শিক্ষা দান কর এবং সমগ্র বিশ্ববাসীকে বৈদিক (আর্য্য) ধর্মে দীক্ষিত করিতে থাক।
ভাবার্থ : পরমপিতা পরমাত্মা সন্তানরূপ আমাদেরকে উপদেশ দিয়েছেন দে, তোমরা অলস হয়ো না, বৈদিক কর্মকারী হও, তাঁর অপার মহিমাকে বিস্তার করো। অসৎ এর বিনাশ করে সকলকে আর্য করে গড়ে তুলো, সকলকে মহৎ করে গড়ে তুলো।

No comments:

Post a Comment