হিন্দু!
তুমি কি জাননা তুমি শক্তির পূজক, মহাশক্তির উপাসক? তোমার সেই শক্তির সাধনা
কোথায়? শিবের হাতে ত্রিশূল, তাহা দেখে তুমি কী চিন্তা করবে? শ্রীকৃষ্ণের
হাতে সুদর্শন, তা দেখে তুমি কী ভাববে? কালীর হাতে রক্তাক্ত খড়গ, দুর্গার
হাতে দশপ্রহরণ, তা দেখে তুমি কী শিক্ষা লাভ করবে? এই মহা শক্তির সাধনা করে
মানুষ দুর্বল হতে পারে কি? একবার স্থীর হয়ে চিন্তা কর।
No comments:
Post a Comment