Thursday, November 7, 2019

বীর্য মন্ত্র/ শক্তি মন্ত্র

ওঁ তেজোহসি তেজো ময়ি ধেহি।
ওঁ  বীর্য্যমসি বীর্য্যং  ময়ি ধেহি।
ওঁ  বলমসি বলং  ময়ি ধেহি।
ওঁ  ওজোহসি ওজো  ময়ি ধেহি।
ওঁ  মন্যুরসি মন্যুং  ময়ি ধেহি।
ওঁ  সহোহসি সহো  ময়ি ধেহি।

অনুবাদঃ-
হে ভগবান তুমি তেজ স্বরুপ আমাকে তেজ দান কর।
তুমি বীর্যস্বরুপ আমাকে বীর্যবান কর।
তুমি শক্তির মূর্ত বিগ্রহ স্বরুপ আমাকে শক্তিদান কর।
তুমি অফুরন্ত ওজো (জীবনীশক্তি) স্বরুপ আমাকে ওজস্বী কর।
তুমি অন্যায়ের দণ্ডদাতা ক্রুধস্বরুপ আমাকে অন্যায়ের প্রতিরোধ শক্তিদান কর।
তুমি সহ্যশক্তির ঘ্ণীভূত মূর্তীস্বরুপ আমাকে সহীষ্ণুতা দান করুণ।

No comments:

Post a Comment